অবতক খবর,২৯ আগস্ট,জলপাইগুড়ি:সেফ ড্রাইভ সেভ লাইফের প্রচার চালাতে এবার মোটরবাইক নিয়ে লাদাখের উদ্দেশ্যে র‌ওনা হলেন উত্তরবঙ্গের পাঁচজন যুবক।

জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থেকে লাদাখ অভিযানে যাওয়া ওই
পাঁচ যুবক শনিবার সকালে যাত্রা শুরু করেছে‌ন।

তাদের সকল‌কে পুষ্পস্তবক দিয়ে এদিন সংবর্ধনা জানান জলপাইগুড়ি ট্রফিক পুলিশের কর্তারা।

মোটরবাইক নিয়ে মোট সাত হাজার কিলোমিটার পথ পাড়ি দেবেন মোটরবাইক অভিযাত্রী‌রা।
এদিন সকালে জলপাইগুড়ি শহরের থানা মোড় থেকে যাত্রা শুরু করেন মোটরবাইক অভিযাত্রী‌রা।

মজফ্ফরপুর, লখন‌উ, দিল্লি, পাঠানকোট, জম্মু ও কারগিল হয়ে লাদাখের লে তে যাবেন তারা। যাত্রা পথে তারা প্রচার চালাবেন সেফ ড্রাইভ সেফ লাইফের।

পাঁচ অভিযাত্রী‌র নাম ধ্রুবজ‍্যোতি দাস, সন্দীপ গোস্বামী, বাপী প্রধান, শুভদীপ ঘোষ ও সুজয় বসু।
জলপাইগুড়ি সদর ট্রাফিক পুলিশের পক্ষ থেকে থানা মোড়ে তাদের সন্মান জানিয়ে যাত্রা শুরু করা হয়।