রাজীব মুখার্জী :: অবতক খবর :: হাওড়া :: গতকাল অমিত শাহের ভার্চুয়াল সমাবেশ কে কটাক্ষ করে মোদি ও অমিত শাহ কে অসুরের সাথে তুলনা করলেন হাওড়া উলুবেরিয়া পূর্ব কেন্দ্রের তৃণমূল বিধায়ক ইদ্রিস আলী। তিনি বলেন বাংলায় মমতা ব্যানার্জী দেবী দুর্গা। তিনি যেভাবে যা কাজ করছেন সেটা সঠিক এবং তিনি মা দুর্গার মতো এগিয়ে চলেছেন। পাশাপাশি তিনি দাবি করেন তার পেছনে নরেন্দ্র মোদি ও অমিত শাহ অসুরের ভূমিকা পালন করছেন।
তিনি ভার্চুয়াল সভাকে কটাক্ষ করে বলেন সাধারণ মানুষের ও করোনা রোগীদের পাশে না দাঁড়িয়ে তারা কোটি কোটি টাকা খরচ করছেন। কিন্তু সেই অসত্য প্রচার রাজ্যের মানুষ মেনে নেবে না বলে দাবি করেন। পাশাপাশি তিনি বলেন বাংলার মানুষ নেত্রীকে মা দুর্গা বলে বিশ্বাস করে। তাকে তারা অপমান করছে। তাই বেশি বাড়াবাড়ি করলে বাংলার মানুষ অসুরদের পেটাবে সেই দাবিও করেন। তাই তাদের সতর্ক করে বলেন এখন মানুষের দুঃসময়ে তাদের পাশে থাকুন।
তিনি আরো দাবি করেন মিথ্যে অপ-প্রচার করে তৃণমূল সরকারকে অপদস্ত করলে তারা পাড় পেয়ে যাবেন না। তিনি আরো বলেন দেশের মানুষ চাইছে মমতা ব্যানার্জির হাতে দেশের চাবিকাঠি থাকুক। আর বাংলায় যারা কেন্দ্রীয় দল আসছে তারা নবান্নে গিয়ে ভয়ে এক কথা বলছেন আর কেন্দ্রে গিয়ে আরেক কথা বলছে। এরা গুরুত্বহীন বলেও তিনি দাবি করেন।