অবতক খবর,২৮ জুলাইঃ মোবাইল ফোন আসা নিয়ে প্রতিবেশীর সাথে বচসা শেষে ধারালো অস্ত্রের কোপ, ঘটনায় আহত ৩। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তুফানগঞ্জ হাসপাতাল থেকে কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করে চিকিৎসকরা। আহতরা হলেন মান্নান মন্ডল (৪৬) , ময়নাল মন্ডল (৪০), এবং আমির মন্ডল (৩৭) । তাদের মধ্যে মান্নান মন্ডল ও ময়নাল মন্ডল কে কোচবিহারে স্থানান্তরিত করা হয়। ঘটনাটি বুধবার বিকেলে হয়েছিল বলে জানা যায়।
জানা যায় নাটাবাড়ি ২ নং গ্রাম পঞ্চায়েতের জায়গীর চিলাখানার মান্নান মন্ডলের পরিবারের সদস্যদের মোবাইলে মঙ্গলবার রাত থেকে একটি অচেনা নম্বরে ফোন আসে। ওই নম্বর কল করলে অপর প্রান্ত থেকে কোন ও উত্তর আসে না। বুধবার সকালে ও এরকম পরিস্থিতির সৃষ্টি হয়। শেষে ফোন ধরলে গালিগালাজ করতে থাকে। শেষে দেখা যায় প্রতিবেশী যুবক এই কাজের সাথে যুক্ত। এই নিয়েই মান্নান মন্ডলের পরিবারের এক নাবালক কে ঐ যুবক মারধর করতে থাকে, তারা বাধা দিতে গেলে হঠাৎ করে ধারালো অস্ত্র দিয়ে মান্নান ও ময়নালের মাথায় কোপ বসিয়ে যুবক ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে তাদের জেলায় স্থানান্তরিত করা হয়।