অবতক খবর,৫ অক্টোবর,হলদিয়াঃ অতিবর্ষনের ফলে বিভিন্ন এলাকায় জলমগ্ন হয়ে রয়েছে। আর সেই জমা জলে মাছ ধরার জন্য মৎস্যজীবীরা পেতেছে জাল। সেই জালে ধরা পড়লো একটি বিষধর সাপ। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার ভবানীপুর থানার কাষ্ঠখালি এলাকায়। জানাগিয়েছে, বিষধর সাপটির নাম চন্দ্রবোড়া। প্রায় পাঁচ ফুট লম্বা সাপটি। এদিন সকালে মৎস্যজীবীরা জাল থেকে মাছ তুলতে গিয়ে দেখতে পায় জালের মধ্য একটি বৃহত আকৃতির সাপ জালে ঘুরে বেড়াচ্ছে। খবর দেওয়া হয় স্থানীয় বনদপ্তরকে। তারাই সাপটিকে উদ্ধার করে। সাপটিকে দেখার জন্য ভীড় জমায় স্থানিয় মানুষজন।