অবতক খবর,২৪ মার্চ,জ্যোতির্ময় মণ্ডল,পূর্ব বর্ধমানঃমন্তেশ্বর ব্লক মৎস্য দপ্তর থেকে মৎস্য চাষীদের আই কার্ড দেওয়া হয়।
পঞ্চম দুয়ারে সরকারের শিবিরে মন্তেশ্বর ব্লকের যেসব মৎস্যচাষিরা তাদের আই কার্ডের জন্য দরখাস্ত করেছিলেন,সেই মৎস্য চাষীদের আজ মন্তেশ্বর ব্লক অফিসের মৎস্য দপ্তরের কার্যালয় থেকে মন্তেশ্বর ব্লকের বিভিন্ন পঞ্চায়েত এলাকার ১২২ জন মৎস্য চাষীদের হাতে মৎস্য চাষীর আইকার্ড তুলে দেন বিডিও গোবিন্দ দাস, ও ব্লক মৎস্য দপ্তরের আধিকারিক প্রকাশ কুমার মল্লিক। উপস্থিত ছিলেন বিডিও গোবিন্দ দাস, মৎস্য দপ্তরের ব্লক আধিকারিক প্রকাশ কুমার মল্লিক, সহ ব্লকে অন্যান্য আধিকারিকরা।
ব্লক মৎস্য দপ্তরের আধিকারিক প্রকাশ কুমার মল্লিক জানান মৎস্য চাষিরা এই কার্ডের মাধ্যমে অনেক উপকৃত হবেন কারন এই কার্ড এর মাধ্যমে মৎস্য চাষিরা অল্প সুদের মাধ্যমে ব্যাংক থেকে লোন পাবে, এই কার্ডের বীমার মাধ্যমে অনেক সুযোগ সুবিধা সহ মৎস্য চাষী হিসেবে স্বীকৃতি পাওয়া যাবে বলে তিনি জানান।
এই কার্ড পেয়ে মৎস্য চাষীরাও দারুন খুশি বলে জানান তারা।