অবতক খবর, উত্তর দিনাজপুরঃ গ্রামগঞ্জের মৎস্য চাষীদের স্বনির্ভর করে তুলতে মৎস্য দপ্তরের উদ্যোগে সাইকেল ও মাছ রাখার আইসলেট বক্স প্রদান করা হয়।যাতে তারা তাদের মাছ আইসলেট বক্সে রেখে সাইকেল চালিয়ে গ্রামে গ্রামে ঘুড়ে মাছ বিক্রি করতে পারে। সেই মতাবেক উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ব্লক মৎস্য দপ্তরের উদ্যোগে শুক্রবার ৪ জন মৎস্য ব্যবসায়ীদের হাতে সাইকেল সহ মাছ মজুত করে রাখা আইসলেট বক্স প্রদান করা হয়।
ব্লক মৎস্য আধিকারিক শৈলেস দাস জানান,বিগত দিনে ১০ জনকে মৎস্য ব্যবসায়ীদের বাই সাইকেল ও আইসলেট বক্স প্রদান করা হয়েছিল আজ জেলা পরিষদের পক্ষ থেকে চারজন মৎস্য ব্যবসায়ীদের হাতে আইসলেট বক্স সহ বাই সাইকেল প্রদান করা হল।বাই সাইকেল সহ আইসলেট বক্স পেয়ে খুশি ব্যবসায়ীরা। তারা বাই সাইকেল চালিয়ে গ্রাম গঞ্জে মাছ বিক্রি করতে পারবে আইসলেট বক্সে মাছ মজুত রেখে।