অবতক খবর,২৬ ডিসেম্বর: নিউ মার্কেট থানা সূত্রের খবর, রাত ঠিক ৮ টার সময় যখন পার্ক স্ট্রিট উৎসবে মাতোয়ারা ঠিক সেই সময়ে খাদ্যভবনে গুলির আওয়াজ আসে। খাদ্যভবনে ঠিক রাত ৮ টা বেজে ৫ মিনিটে খাদ্যভবনের ভিতরে যে রিজার্ভ ফোর্সের যে ব্যারাক সেখানে রিজার্ভ ফোর্সের D কোম্পানির রয়েছে, সেই D কোম্পানির constable তপন পাল যার ৫৩ বছর বয়স, তার বুকে গুলি লাগে। সার্ভিস রিভলভার থেকেই গুলি লেগেছে বলে পুলিশ সূত্রের প্রাথমিক তদন্তে অনুমান।
তবে কি কারণে গুলি লেগেছিল তিনি কি আত্মহত্যা করেছিলেন নাকি কোনো দুর্ঘটনা ঘটেছিল? নাকি এর পিছনে অন্য কোনো রহস্য আছে সমস্ত বিষয়টি তদন্ত করে দেখছেন কলকাতা পুলিশ। পুলিশ এর তদন্তে বেরিয়ে এসেছে, তপন পাল কলকাতা পুলিশের এই কনস্টেবল এর নার্ভে এর সমস্যা ছিল, ডিপ্রেশনেও ছিলেন তিনি, খাদ্য ভবনে কনস্টেবলের ব্যারাকে থাকতেন তিনি। Depression থেকেই কি আত্মহত্যা খতিয়ে দেখছেন পুলিশ। আজ হাইকোর্টে ডিউটি ছিল তাঁর সেইজন্য বেরোচ্ছিল সে। তবে হরিণঘাটার বাসিন্দা তিনি।
সাড়ে দশটা নাগাদ ঘটনাস্থলে গিয়েছিলেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল। ঘটনা খতিয়ে দেখতে শুরু করেছেন লালবাজারের হোমিসাইড বিভাগের অফিসাররা।
ঘটনা ঘটার পর সঙ্কটজনক অবস্থায় তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তবে তিনি নিজেই গুলি চালিয়েছেন না কি দুর্ঘটনাবশত গুলি লেগেছে, তা এখনও স্পষ্ট নয়। খতিয়ে দেখছে পুলিশ।।