অবতক খবর :: শিলিগুড়ি :: যত দিন যাচ্ছে দুশ্চিন্তা বাড়ছে সাধারন মানুষের। পাওয়া যাচ্ছে না অনেক জরুরী জিনিস,যাও পাওয়া যাচ্ছে তাও প্রায় দ্বিগুন দাম, মধ্যবিক্ত মানুষ প্রায় দিশেহারা অবস্থায় পৌছে গেছে, একটু সাহায্যের জন্য অনেকেই একজায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। এমনই এক দিশাহীন অবস্থায় পড়ে গেছেন শিলিগুড়ির মানুষ।
দোকান পাট এবং বেসরকারি অফিসগুলো বন্ধ থাকায় মাস মায়নাও হয় নি অনেকেরই, তার উপর শিলিগুড়িতে জিনিসপত্র পাওয়া যাচ্ছে না সেরকমভাবে সব মিলিয়ে চুড়ান্ত সমস্যায় পড়ে গেছেন শিলিগুড়ির মানুষ।
লকডাউন হওয়াতে জরুরি ওষুধপত্র ঠিকমত পাওয়া যাচ্ছে না বলে সমস্যায় পড়ে গেছেন অন্যান্য রোগীরাও। অনেকে ইনসুলিনও পাচ্ছেন না,সমস্যায় পড়ে গেছেন অনেক প্রাইভেট সংস্থাও তারাও নিজেরাও নানাভাবে আটকে পড়ে গেছে নিজেদের জরুরি পরিসেবা বন্ধ থাকায়। শিলিগুড়িতে গতকাল একজনের মৃত্যুর খবর আসায় চুড়ান্ত আতঙ্কে শিলিগুড়ির মানুষ।