অবতক খবর,২১ ফেব্রুয়ারি,মালাদা,সানু ইসলামঃ আজ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ঐতিহাসিক এই দিনটি বাঙালির একদিকে যেমন গর্বের , অন্যদিকে স্বজন হারানোর স্মৃতিচারণ।পশ্চিমবঙ্গ তথা সমস্ত বাংলা ভাষা ব্যবহারকারী জনগণের গৌরবোজ্জ্বল একটি দিন। বাঙালি জনগণের ভাষা আন্দোলনের মর্মন্তুদ ও গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত একটি দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে একুশে ফেব্রুয়ারি। সারা দেশের পাশাপাশি মালদা জেলার চাচোল কলেজের এস কে সি হলে বাংলা বিভাগ এন এস এস ইউনিট ও আইকিউএসসি এর উদ্যোগে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়। অমর শহীদদের স্মরণ করে শহীদদের প্রতি পুস্পার্গ নিবেদন করে।
বেশ কিছুক্ষণ ধরে মাতৃভাষা দিবসের শহীদদের প্রতি স্মরণ করে চলল কলেজের পরুয়ারদের বেশ কিছুক্ষণ সাংস্কৃতিক অনুষ্ঠান। অমর একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস যে স্কুল পড়ুয়াদের কাছে কতটা একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হয়তো দেখলেই বোঝা যায় এই অনুষ্ঠানের মধ্য দিয়ে যারা হয়তো আজকের এই দিনটি ভুলে গিয়েছেন বা হয়তো কারো মনে নেই সেই সমস্ত মানুষজনকে মনে করিয়ে দিতে তাদের এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান বড়ই সাফল্য কেড়েছে।উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত শিক্ষক অজিত বিশ্বাস এবং ছাত্রনেতা বাবু সরকার ও শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে কলেজের ছাত্র-ছাত্রীরা।