আগুনে কি লুকিয়ে থাকে শুধু মৃত্যুর গান? যাজ্ঞিক আগুনে মন্ত্রপূত জীবনের উত্থান। আগুনে লুকিয়ে আছে উষ্ণতা, কেটে যায় জীবনের জড়তা…
যারা আগুন জ্বালায়
তমাল সাহা
আগুনে আমাদের ভয়।
অথচ আগুন আমাদের সঙ্গেই থাকে।
ধূমপায়ীরা তো পকেটে দেশলাই রাখেন।
তারা পরস্পরের মুখে
আগুন দেওয়া নেওয়া করে থাকেন।
আগুন নেভানোর জন্য
আমাদের সেই লালগাড়ি,ঢংঢং ঘন্টা
সর্বদাই তৈরি।
কিন্তু কবে কখন কোথা থেকে
অগ্নিদহন শুরু হবে তা তারা জানে না।
আর অগ্নিহোত্রী মানুষদের প্রস্তুতি
আপাতত কোন পর্যায়ে আছে
তাও জানা যাচ্ছে না।
যেটুকু জানতে পারা গেছে
তা হলো এই…
আগুনের পাল্টা আগুনই,
সেখানে দমকলের কোনও ভূমিকা নেই।
কারণ অগ্নিহোত্রীরা আগুন লাগায় না,
আগুন জ্বালায়।