অনেক বোমা পড়লো। যুদ্ধ যুদ্ধ খেলা হল। অনেক মায়ের কোল খালি হল। যুদ্ধের ভিতরের ব্যাপারটি কি?
যুদ্ধ সংক্রান্ত
তমাল সাহা
এক
মিরাজ কার? আমার
মিগ কার? আমার
সবই আমার টাকায় কেনা
যুদ্ধে কে যায়? আমি
সবই আমার এবং আমি
যুদ্ধ বাধায় কে? তুমি
তুমিই আসল হারামি।
দুই
যুদ্ধ করুন–
বোমা ফেলুন
বিস্ফোরণ ঘটান
বিমান মহড়া দিন
সীমান্তে কুচকাওয়াজ করুন,
আপত্তি নেই।
কয়েকটা সৈন্য শিবির উড়িয়ে দিন
কিছু মায়ের কোল শূন্য করুন
বীর,মহাবীর,পরমবীরচক্র মজুত রাখুন,
আপত্তি নেই।
গান স্যালুট দিন,
আপত্তি নেই।
পূর্ণ যুদ্ধ করবেন না,
ছায়াযুদ্ধ করুন,
আমাদের সমর্থন আছে।
আপনি মানচিত্র থেকে মুছে গেলে
আমাদের ক্ষতি।
আমরা বিশ্বপাড়ার মস্তান–
অস্ত্র বেচবো কাকে?
তিন
পক্ষ-প্রতিপক্ষের অভিনয় করবেন।
যে দেশে যে দলই শাসন করুন
আমরা দলের বাছবিচার করি না।
আমাদের কাছে দল বড় নয়, গ্রাহকই বড়।
দুপক্ষই পাল্টা হম্বিতম্বি করবেন।
নির্বাচনের আগে এটা হলে
আপনাদের দুপক্ষেরই ভালো।
ছায়া-ছায়া যুদ্ধ খেলবেন–
দেশপ্রেম নির্বাচনে খুব কাজে লাগে।
তখন যত ইচ্ছে অস্ত্র কিনতে পারবেন।
রাফাল, বোফর্স কেলেঙ্কারি তখন সবই জনগণের মাথা থেকে উবে যাবে।
সংস্কৃত শ্লোকটি মনে মনে বলুন–
জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী।
কাশ্মীর সমস্যা জিইয়ে রাখুন।
আপনাদেরও লাভ আমাদেরও লাভ।
অস্ত্র বেচাও ব্যবসা, ভোটও ব্যবসা—
যুদ্ধ এখানে পণ্য।
মায়েরা ভাবতেই থাকুক
তার ছেলের মৃত্যু কার জন্য!