অবতক খবর , সংবাদদাতা , মুর্শিদাবাদ :- জেলা তৃণমূলের কডিনেটর সৌমিক হোসেন এর উদ্যোগে বহরমপুর গ্র্যান্ড হলে অভিষেক বন্দ্যোপাধ্যায় ৩৪ তম জন্মদিন পালন করা হলো।

এই দিন সৌমিক হোসেন কেক কাটার মধ্য দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্ম দিন পালন করা হয়। মঞ্চে উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের চেয়ারম্যান বিধায়ক সুব্রত সাহা ।

 

কোঅর্ডিনেটর অরিত মজুমদার বিধায়ক শাওনি সিং রায় , বিধায়ক আসিস মারজিদ যুব সভাপতি ইমতিয়াজ কোবির পৌরসভার প্রাক্তন পৌর পিতা নীলরতন আঢ়্য ,আশীষ ব্যানার্জি ও তৃণমূলের কর্মী সমর্থকরা। আজ এই জন্মদিন উপলক্ষে প্রায় ২ হাজার মানুষকে নতুন বস্ত্র তুলে দেয়া হলো।