অবতক খবর,১৭ জানুয়ারি : দলের নেতা কর্মীদের লোভ সংবরণ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেউ কিছু নিলে ফেরত দেওয়ার নিদানও দিয়েছেন তিনি। মুর্শিদাবাদের সাগরদিঘির জনসভা থেকে মুখ্যমন্ত্রীর বক্তব্য ঘিরে রাজনৈতিকমহলে জোর চর্চা শুরু হয়েছে। মুখ্যমন্ত্রীর এই বক্তব্য প্রসঙ্গে ঘাটালের সাংসদ দেব বলেন, যেটা ভুল, সেটা ভুলই। তবে ভুল সংশোধন করাটা বড় বিষয়। ‘প্রজাপতি’ ছবি সাফল্য উদযাপন। তবু সেখানেও বাদ গেল না রাজনীতির কথা। সোমবার ছবির ২৫ দিনের সাফল্য উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেব। সেখানেই দেব বলেন, “আমি তো দু’দিন আগেই বলেছিলাম, যেটা ভুল সেটা ভুল। এখনও বলছি যদি ভুল কাজ আমিও করে থাকি, দল করে থাকে, অন্য দল করে থাকে সেটা ভুলই। আমার মনে হয় ভুল হতেই পারে। সেটাকে মেনে নিয়ে সেটা কীভাবে শোধরানো যায় সেটাই গুরুত্বপূর্ণ বেশি।” এদিন আরও একটি বিষয় তুলে ধরেন দেব। রাজনীতির সঙ্গে তিনি সিনেমাকে কোনওভাবেই গুলিয়ে ফেলাটা মানতে নারাজ। দেবের কথায়, “ভালবাসা দিলেই ভালবাসা পাওয়া যায়। কাউকে আক্রমণ করে তো লাভ নেই।”

ঘাটালের তৃণমূল সাংসদ দেব। তাঁর ছবিতে বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর অভিনয় ঘিরে গত কয়েকদিনে একাধিকবার রাজনৈতিক তরজা বেধেছে। নন্দনে এই ছবির শো না পাওয়াকে রাজনৈতিক প্রতিহিংসার প্রকাশ বলে দাবি করেছে বিজেপি। তাদের কথায়, মিঠুন থাকার কারণেই এই ছবি নন্দনে দেখাতে দেওয়া হয়নি। পাল্টা তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষকে বলতে শোনা গিয়েছে, মিঠুন ফ্লপ অভিনেতা। দেব মিঠুনকে তাঁর ছবিতে নিয়ে ‘আত্মঘাতী সিদ্ধান্ত’ নিয়ে ফেলেছেন।

এদিন আরও একবার দেবকে বলতে শোনা গিয়েছে, “আমার ছোটবেলা থেকেই সাহস বেশি। রাজনীতি, সৌজন্য়, ছবি তিনটে আলাদা জিনিস। সৌজন্যটা ছোটবেলা থেকে শেখা। রাজনীতি আমার কাছে এখনও মানুষের ভাল করা। সিনেমাটা মানুষের বিনোদনের জন্য।”