অবতক খবর,বালুরঘাট,৫ অক্টোবর: উত্তরপ্রদেশের লাখিমপুরের খৈরীতে কালা কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলনরত কৃষকদের উপর নির্মম ভাবে গাড়ি চালিয়ে ৮ কৃষককে মেরে ফেলার প্রতিবাদে ও যোগী সরকারের পদত্যাগের দাবিতে বালুরঘাটে বিক্ষোভ মিছিল করলো তৃণমূল কংগ্রেস। এই হত্যার প্রতিবাদে মঙ্গলবার বিকেলে বালুরঘাট শহরের মিছিল বের করে বালুরঘাট ব্লক ও শহর তৃণমূল কংগ্রেস। মিছিলটি শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে এসে থানা মোড়ের শেষ হয়।
লাখিমপুরে আন্দোলনরত কৃষকদের নির্মম গন হত্যার প্রতিবাদে মিছিল এরপর পথসভা করে তৃণমূল কংগ্রেস। এদিনের এই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কো-অর্ডিনেটর সুভাষ চাকী, বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি কল্পনা কিস্কু, বালুরঘাট তৃণমূল ব্লক সভাপতি অরূপ সরকার, তৃণমূল ছাত্র পরিষদের বালুরঘাট শহর সভাপতি অমরনাথ ঘোষ জেলা কমিটির সদস্য বিভাস চট্টোপাধ্যায় সহ অন্যান্য নেতৃত্বরা।
জেলা তৃণমূল কো-অর্ডিনেটর সুভাষ চাকী বলেন প্রায় ১০ মাস ধরে কালা কৃষি কানুন বাতিলের দাবিতে কৃষকরা রাস্তায় বসে রয়েছেন। কিন্তু কেন্দ্র তো এ ব্যাপারে কিছু করছেই না উলটে কেন্দ্র ও উত্তরপ্রদেশের বিজেপি সরকার এই ডবল ইঞ্জিন সরকার
নানা ভাবে কৃষকদের উপর অত্যাচার চালিয়ে আসছে। দুইদিন আগে নির্মম ভাবে এক কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর ছেলে গাড়ি চালিয়ে ৮ নিরিহ কৃষককে পিষে মেরে ফেলেছেন, তার প্রতিবাদে কৃষি আইন বাতিলের দাবির পাশাপাশি ওই খুনির উপযুক্ত শাস্তির দাবিতে এদিনের প্রতিবাদ বিক্ষোভ মিছিল।