তুমি ছিলে কবি সাংবাদিক তাত্ত্বিক ও যোদ্ধা।
তোমাকে শ্রদ্ধার্ঘ্য

রক্তজবা
তমাল সাহা

একঃ
একটি নাম

একটি নাম-
লাল সেলাম।
সরোজ দত্ত
মানুষের জন্য
বলি প্রদত্ত।

দুইঃ
সরোজ

ভোর উঠি
সরোবরের ধার দিয়ে হাঁটি রোজ।
আজ দেখি
ফুটে আছে একটি কোকনদ-সরোজ।

তিনঃ
ছিন্নশির

তোমার ছিন্নশির
ময়দানের বোধিবৃক্ষে ঝুলছে
কথা বলছে।

কৃষক সংগ্রাম থামেনি
কৃষিবিদ্রোহ চলছে…

চারঃ
ডাক

ওরা বেচে দিচ্ছে দেশ
নিরন্ন বিপন্ন মানুষ
জন্মভুমির বৈধব্য বেশ।

এ দুঃসময় বড়
তোমার কলম তোমার মুখ
মনে পড়ে রোজ
বাতাস ডেকে যায়
সরোজ! সরোজ!

পাঁচঃ
আশ্চর্য

এ এক আশ্চর্য অধ্যায়!
সকালে উঠে দেখি
ছিন্নশির জোড়া লেগে যায়।
এ কোন নিপুণ শল্য চিকিৎসায়?

তাকিয়ে দেখি
হাজার হাজার মানুষ—
মধ্যে দাঁড়িয়ে সরোজ দত্ত
মাথা উঁচু করে রাস্তায়।