অবতক খবর :: বাঁকুড়া ::   নিজের জন্মদিনে রক্তদান করে দুঃস্থ গরীব মাধ্যমিকে উর্ত্তীন ছাত্র ছাত্রীদের বই খাতা কলম দিয়ে গত বারো বছর ধরে নিজের জন্মদিন পালন করে আসছেন এই শিক্ষক।

বাঁকুড়া বিষ্ণুপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডের শাঁকারীবাজারের বাসিন্দা অভিজিৎ ঘোষ তিনি পেশায় গৃহশিক্ষক। তার রক্তদানের মাধ্যমে জন্ম দিনে রক্ত দান করে দুঃস্থ গরীব ছেলেদের হাতে খাতা, কলম, ফাইল তুলে দিয়ে সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছেন এবং সকল দুঃস্থ গরীব ছেলেদের মাক্স পরিয়ে দেন তিনি। এই কভিড 19 পরিস্থিতিতে ডাক্তার নার্স যে ভাবে দিনরাত এক করে কঠিন পরিশ্রম করে মানুষের সেবা করে যাচ্ছেন তাদের পুস্প স্তবক দিয়ে শুভেচ্ছা জানালেন অভিজিৎ বাবু।

অভিজিৎ বাবু বলেন, থেলাসেমিয়া বাচ্চাদের সাথে খেলা করতে বুঝতে পারলাম তাদের কতখানি রক্তের প্রয়োজনিয়তা। তাদের কথা মাথায় রেখে আমার এই রক্ত দান। এবং সাধারণ মানুষকে বছরে একনার রক্ত দানের কথাও বলেন তিনি।