অবতক খবর :: অনুপ কুমার মন্ডল :: নদীয়া ::     লকডাউনের মধ্যে ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্তের সংকট মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করা হলো বগুলা এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে। ২১ শে জুলাই শহীদ দিবসের সকালে নদীয়ার হাঁসখালি ব্লকের ভায়না বাজারে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।

রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রানাঘাট উত্তর পূর্বের বিধায়ক সমীর কুমার পোদ্দার, বগুলা এক নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান সহ এক ঝাঁক তৃণমূল নেতৃত্ব ও কর্মীসমর্থকরা। ভায়নার তৃণমূল কংগ্রেস নেতা বাপ্পা বিশ্বাসের নেতৃত্বে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। রক্তদানের পাশাপাশি উপস্থিত মানুষদের হাতে তুলে দেওয়া হয় একটি করে মাস্ক এবং স্যানিটাইজার। একই সঙ্গে ওই এলাকার সমস্ত স্তরের মানুষদের জন্য দুপুরের খাবারের আয়োজন করা হয়।

তৃণমূল নেতা বাপ্পা বিশ্বাস জানান, লকডাউনের ফলে ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্তের সংকট বেড়ে ওঠায় মুমূর্ষু রোগীদের কথা চিন্তা করে মূলত রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের শুরুতে বগুলায় খুন হওয়া তৃণমূল নেতৃত্ব দুলাল বিশ্বাস এবং বিধায়ক সত্যজিৎ বিশ্বাসের প্রতিকৃতিতে মাল্যদান এবং একুশে জুলাই শহীদদের উদ্দেশ্যে পুষ্পার্ঘ্য নিবেদন এর মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয় মর্যাদার সঙ্গে। রক্তদান শিবিরে পুরুষ এবং মহিলা মিলিয়ে মোট ৪০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্ত দান করেন।