অবতক খবর : উৎপল রায় : জলপাইগুড়ি :     রক্তদান জীবন দান। দৈনন্দিন জীবনে রক্তের ঘাটতি এবং রক্ত সংকট মেটাতে রবিবার ময়নাগুড়ির “মহাকালপাড়া স্মৃতি সংঘ ও নাইস ক্লাব অফ ময়নাগুড়ি সেবা” এর যৌথ উদ্যোগে এ দিন রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদাতাদের ফুলের তোড়া, চারাগাছ এবং মিষ্টির প্যাকেট দিয়ে সংবর্ধনা জানানো হয়।

ক্লাবের সম্পাদক পার্থ প্রতিম দে বলেন, “প্রতিবছরই রক্তদান শিবিরের আয়োজন করে থাকি এবছর করোনা পরিস্থিতির কারণে ব্লাড ব্যাংক গুলি শূন্য হয়ে গেছে, সে কারণেই আজকে আমরা দুটি ক্লাবের যৌথ উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদাতা ছিলেন ৩৫ জন।

এই রক্ত তুলে দিলাম জলপাইগুড়ি ব্লাড ব্যাংকের কর্মীদের হাতে। ক্লাবের আরেক সদস্য বলেন, রক্তদান মহৎ দান তাই রক্তদানে সকলকে এগিয়ে আসতে হবে।