করোনা কাল। সামাজিক দূরত্ব। শারীরিক দূরত্ব তো বটেই। স্পর্শ ছাড়া কি রাখি বাঁধা যায়? রক্ষাবন্ধন সম্ভব?
রক্ষাবন্ধন
তমাল সাহা
চাঁদ কি কখনো দুরকম হয়?
আজ দেখো!
আকাশে বড় গোল পূর্ণিমার চাঁদ
দেখো!
মনে হয় তাকিয়ে আছে
আমাদের দিকে।
কে জানে,
সৌরজাগতিক চাঁদও
কেন যায় মাটির দিকে ঝুঁকে?
আজ ঝুলন পূর্ণিমা।
ওই চাঁদ তাদের
যারা ভালোবাসা জানে।
আকাশে লেপ্টে থাকা চাঁদ
ধীরে ধীরে নেমে আসে
সুপুরি গাছের মাথায়।
পৃথিবী ভরে তোলো জ্যোৎস্নায়।
গাছপালা নীরবে মেতে ওঠে
আলোর স্নানে।
এই চাঁদ চন্দ্রিমা হয়ে ওঠে—
ঘনিষ্ঠ উত্তাপে হৃদয়ে হৃদয় জড়ায়,
মাঙ্গলিক সূত্রে হয়ে ওঠে রাখি,
এই বন্ধন গভীরতম নৈকট্যের বেড়ি।
এই শৃঙ্খলে বাঁধো,বাঁধো আমায়
হে পরাণবন্ধু!হে আমার সখি!