অবতক খবর,১১ ফেব্রুয়ারি: রটন্তী অমাবস্যা উপলক্ষে হালিশহর বোলদেঘাটা সিদ্ধেশ্বরী কালী মন্দিরে পুজোর ভোগ খাওয়ানো হল সাধারণ মানুষকে। সমাজসেবী সুবোধ অধিকারী ও কমল অধিকারীর উদ্যোগে গতকাল এই পুজোর আয়োজন করা হয়। পুজো শেষে প্রায় ১০০ জন মানুষের মধ্যে ভোগ বিতরণ করা হয়েছে। এছাড়াও সহযোগিতা করেছেন মন্দির কমিটির সম্পাদক শিশির কুমার ঘোষ, সমাজসেবী দেবাশীষ পাল, দিলীপ ঘোষ,প্রবীর ঘোষ, তারক নাথ গোস্বামী সহ অন্যান্যরা।
এ প্রসঙ্গে মন্দির কমিটির সম্পাদক শিশির কুমার ঘোষ জানান,”প্রতি অমাবস্যাতেই মন্দিরে মায়ের পুজো করা হয়। তবে রটন্তী অমাবস্যা যেহেতু একটি বিশেষ তিথি, তাই মন্দিরে পুজোর আয়োজন করেন সমাজসেবী সুবোধ অধিকারী এবং কমল অধিকারী। এই পুজোতে অংশগ্রহণ করেন স্থানীয় বহু মানুষ এবং পুজো শেষে তাদের মধ্যে ভোগ বিতরণ করা হয়।”