কাঁচরাপাড়া কলেজ মোড়ে জনসমাবেশ
১৪ মে ২০২৪, মঙ্গলবার

রণপা ছন্দ
তমাল সাহা

নাট্যকার যখন সক্রিয় ময়দানে রাস্তায়
তখন!
আমি কি করি, থাকি কোথায়?

রৌদ্রের উত্তাপ এখনো তো কমেনি!
কি নাটক হবে এখন?
নাটক তো মঞ্চেই আবদ্ধ
মানুষ এসে গেছে,
অভিনেতা অভিনেত্রীরা তো মাঠেই নামে নি!

নাট্যকার বলে, আজকের নাটক বন্দে ভারত।
আমার কানে বাজে, বন্ডে ভারত!
হে নাট্যকার, প্রস্তুত থাকো বন্ধে ভারত!!

নাটক যখন মঞ্চের সংকীর্ণ পরিসর ছেড়ে বিস্তৃত ময়দানে
তখনই আসল ঘটনা ঘটে সকলেই জানে।

তখনই তো নাটকের ক্লাইম্যাক্স
কোথায় কুশীলব কোথায় দর্শক সব একাকার
তুমি আমি মানুষের জয়গানে সোচ্চার।

তখন কবিতা নাটক পদ্য গদ্য প্রবন্ধ সবেতেই মানুষের ছন্দ,
কোথায় তোমার মাত্রাবৃত্ত পয়ার?
শপথ নিতে হয় রণপা ছন্দে ব্যারিকেড ভাঙার।