অবতাক খবর, নরেশ ভকত , বাঁকুড়া :: প্রধানমন্ত্রী আবাস জোযনায় দূর্নীতিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে হলুদ কানালী গ্রাম পঞ্চায়েত। পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ গ্রাম বাসীদের। এক জনের নামে একাধিক সরকারী প্রকল্পে বাড়ি পাইয়ে দেওয়া, একই পুকুরে বারবার একশ দিনের কাজের অভিযোগ তুলে ঘোড়াধরা, পুয়াদা, পূর্ণাপানি  সহ একাধিক গ্রামের মহিলারা সরব হন হলুদ কানালী গ্রাম পঞ্চায়েতে।

অভিযোগ, প্রধান তাদের সাথে দুর্ব্যবহার করেন। বিক্ষোভে ফেটে পড়েন একালার মানুষ। ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছায় রানিবাঁধ থানার পুলিশ। অভিযোগ, পুলিশ আচমকাই লাঠিযার্জ করে বিক্ষোভ কারীদের উপর। আহত হন দুই পক্ষের বেশ কয়েক জন। ঘটনাস্থলে যান খাতড়া মহকুমা পুলিশ আধিকারিক বিবেক ভার্মা।

স্থানীয়দের দাবী পঞ্চায়েতে চলছে দূর্নীতি আর তার প্রতিবাদ করতে গেলে পুলিশ দিয়ে সাধারণ মানুষকে পেঠানো হচ্ছে। এলাকাবাসীর দাবী,কেন লাঠিচার্জ করা হল তার জবাব দিতে হবে প্রশাসনকে। তবে বিষয় হলুদ কানালী গ্রাম পঞ্চায়েত প্রধান সমস্ত অভিযোগ অস্বীকার করেন।