রবীন্দ্রনাথ
তমাল সাহা

এক)
মুখর

এমনিতে আমরা চুপ নিশ্চুপ মূক বোবা নীরব

আজ আমরা সরবে আবৃত্তি করবো
অন্তর মম বিকশিত করো
গাইবো গান
চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির…

দুই)
শরণার্থী

রিফিউজি বললে বাস্তুভিটে ছাড়া মানুষ বোঝায়
উদ্বাস্তু বললেও বাস্তু থেকে উৎখাত মানুষকে বোঝায়

তোরা তো রিফিউজি বা উদ্বাস্তু বললে আমার গায়ে কোনো ফোস্কা পড়ে না

তবে শরণার্থী বলে সম্বোধন করলে আমি খুব খুশি হই
শব্দটির মধ্যে বিনম্র ভাব আছে

তিন)
সংগঠন

আমি তো অতো বিদেশি ভাষা–
ইংরেজি জার্মানি ফরাসি জানিনা
তবুও টুকরো টাকরা
মার্কস লেনিন মাও সে তুং পড়েছি বাংলায়

তার সদর দপ্তরে বার কয়েক গিয়েছি
বুঝেছি তিনি আসলে একজন সংগঠক
এখন তিনি নিজেই সংগঠন হয়ে গেছেন!