অবতক খবর , উত্তর দিনাজপুর :     রহস্যজনক ভাবে মৃত্যু হলো সীমান্ত রক্ষী বাহিনীর এক জওয়ানের।এই ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।মৃত জওয়ানের নাম কেদার নাথ হাঁসদা(৪৫)। বাড়ি মেদিনীপুর জেলায়।শনিবার সকালে তাকে চা বাগানের মাঝে পরে থাকতে দেখা যায় । চোপড়া ব্লকের দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের কেসি গছ এলাকায় ।

সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি চুড়ানব্বই নম্বর ব্যাটেলিয়ানে কর্মরত ছিলেন। এদিন ভোর চারটার দিকে ক্যাম্প ইনচার্জ এর কাছে খবর আসে যে ওই বিএসএফ জওয়ানের কোনও লোকেশন খুঁজে পাওয়া যাচ্ছে না এবং একটি আওয়াজও শুনতে পাওয়া যায়। এরপর দুজনকে ওর খোঁজে পাঠানো হয়। ওরা দুজন সেখানে পৌঁছে ওখানে দেখে যে মৃত অবস্থায় পড়ে আছে ওই কর্তব্যরত জওয়ান। ঘটনাটি আত্মহত্যা ,না এর পেছনে অন্য কোন রহস্য লুকিয়ে আছে তা এখনও পরিষ্কার নয় পুলিশের কাছে।

ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার শচীন মাক্কার জানিয়েছেন, কর্তব্যরত জওয়ান নাইট ডিউটিতে ছিলেন। এদিন ভোররাত নাগাদ একটা গুলির আওয়াজ হয়। তারপর অন্যান্য জওয়ানরা এসে দেখেন তিনি মৃত অবস্থায় পড়ে রয়েছেন। তার বন্দুকে একটি গুলি কম রয়েছে। এখন সেই গুলিতেই তার মৃত্যু হয়েছে নাকি এই মৃত্যুর পেছনে অন্য কোনো রহস্য আছে তা তদন্ত সাপেক্ষ। ঘটনার জোর তদন্ত শুরু হয়েছে।