অবতক খবর,২ নভেম্বর,মথুরাপুর : শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ ২৪ পরগনা জেলার কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের মথুরাপুর রাঘবপুর যুবমৈত্রী সংঘের রজত জয়ন্তী বর্ষের শ্যামাপূজা উপলক্ষে এলাকার কৃতী পড়ুয়া এবং প্রবীণ নাগরিকদের সংবর্ধনা দেওয়া হয়।

গ্রামের খুঁদে থেকে বড় নৃত্য শিল্পীদের নৃত্যানুষ্ঠান আলোড়ন ফেলে দেয়। মনোজ্ঞ সংগীত সন্ধ্যায় লোকসংগীত পরিবেশন করেন দূরদর্শনখ্যাত সংগীত শিল্পী নয়ন সরকার, শ্রীপর্ণা মিত্র এবং স্টার জলসা সুপার সিঙ্গার খ্যাত উৎপল দে। মঞ্চে উপস্থিত ছিলেন বরিষ্ঠ নাগরিক বৈদ্যনাথ কয়াল, গৌরাঙ্গ দাস কয়াল, রমেশ কয়াল সহ পূজা কমিটি ও সংঘের সদস্যরা।

সংঘ সম্পাদক মৃণাল কয়াল জানান, রাঘবপুর যুবমৈত্রী সংঘের শ্যামাপূজা উপলক্ষে গ্রামবাসীদের ঐকান্তিক সহযোগিতায় বিভিন্ন সাংস্কৃতিক, ক্রীড়া ও সংগীত অনুষ্ঠান বিশেষভাবে সফলতা লাভ করেছে এবং সবকিছুর আড়ালে থেকে অনুষ্ঠানটি সুষ্ঠভাবে আয়োজনের জন্য মথুরাপুরের কৃতি সন্তান সুমিত বৈদ্যকে সাধুবাদ জানান।

এক প্রান্তিক গ্রাম্য পূজা ও সঙ্গীত অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রায় সাত-আট হাজার মানুষের ভীড় ছিল দেখার মতো। ভীড় সামাল দেবার জন্য মথুরাপুর থানার বিভিন্ন আধিকারিক ও পুলিশ কর্মীরা উপস্থিত ছিলেন।