অবতক খবর,৯ মার্চ : পুরোনো রাজনৈতিক বিবাদকে কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ। চলল গুলি বোমা। বোমার আঘাতে মৃত্যু হল এক সিভিক ভলান্টিয়ারের। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার দক্ষিণ মাটিকুন্ডা এলাকায়। খবর পেয়ে ইসলামপুর মহকুমা হাসপাতালে ছুটে আসেন ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী। সংবাদ মাধ্যমের সামনে পুলিশ ও তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল এবং ব্লক সভাপতি জাকির হুসেনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। শুধু তাই নয় বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার হুঁশিয়ারির পাশাপাশি বৃহস্পতিবার সকালে থানা ঘেরাও করবেন বলে জানা তিনি।
জানা গিয়েছে দীর্ঘদিন ধরেই সাহানাবাজ আলম ও মেহেবুব আলমের মধ্যে রাজনৈতিক বিবাদ চলছিল। মেহেবুব আলম মাটিকুন্ডা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান। অভিযোগ বুধবার রাতে সাহানাবাজের বাড়িতে প্রধান মেহেবুব আলম ও তার লোকজনেরা সাহানাবাজ আলমের বাড়িতে হামলা চালায়। চলে গুলি ও বোমা। বোমার আঘাতে মৃত্যু হয় সাহানাবাজ আলমের ভাই সাকিব আকতারের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় ইসলামপুর থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে। ঘটনায় এলাকায় উত্তেজনা থাকার কারণে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।