অবতক খবর,২৩ সেপ্টেম্বর: মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের ছাতিনাকান্দি আদিরাপাড়া এলাকায় যুব গোষ্ঠী ক্লাবের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবিরে আয়োজন করা হয়েছিল প্রায় ৭০ জন রক্তদাতাদের নিয়ে। এদিনের রক্তদান শিবিরে রক্ত দানের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে যুব গোষ্ঠী ক্লাব। তবে এদিনের রক্তদান শিবিরে রাজনৈতিক সৌজন্যেতা বজায় রেখে ভিন্ন দুই মতাদর্শী রাজনৈতিক ব্যক্তিত্ব একমঞ্চে পাশাপাশি বসলেন। কান্দি পৌরসভার পৌর প্রশাসক তথা তৃণমূল নেতা দেবাশীষ চ্যাটার্জী ও কান্দি পৌরসভার প্রাক্তন পৌরপিতা তথা বিজেপি নেতা গৌতম রায় সহ এক ঝাঁক তৃণমূল ও বিজেপি নেতা কর্মীরা একসঙ্গে রাজনৈতিক সৌজন্যে বজায় রেখে রক্তদান শিবিরে শামিল হলেন। যখন রাজ্যজুড়ে বিভেদের রাজনীতি চলছে, সেজায়গায় দাঁড়িয়ে মুর্শিদাবাদের কান্দির এই ছবি নতুন রাজনৈতিক শালীনতার ইঙ্গিত দিচ্ছে।
রক্তদান শিবিরের মঞ্চে থাকা কান্দির পৌর প্রশাসক তথা তৃণমূল নেতা দেবাশীষ চ্যাটার্জী জানান জীবনের সব জায়গায় রাজনীতি প্রাধান্য পায় কিন্তু অরাজনৈতিক মঞ্চে একসঙ্গে সবাই মিলে থাকাকেয় রাজনৈতিক সৌজন্যে বলে। অন্যদিকে কান্দি পৌরসভার প্রাক্তন পৌরপিতা তথা বিজেপি নেতা গৌতম রায় জানান অরাজনৈতিক মঞ্চে আমরা দুই বন্ধু পাশাপাশি বসে আছি আমার দরকার তাকে পাশে পাব আমি তার দরকার সে আমাকে পাশে পাবে আমাকে তাই দুই বন্ধু মিলে অরাজনৈতিক মঞ্চে রাজনৈতিক সৌজন্যে বজায় রাখলাম। এই ছবি সামনে আসার পর নতুন করে প্রশ্ন থাকছে গোটা দেশে কবে ধরনের রাজনৈতিক সৌজন্যের ছবি উঠে আসবে।