অবতক খবর,৬ সেপ্টেম্বর: রাজভবন বলেছে অপরাজিতা বিল পাশ করতে টেকনিক্যাল সমস্যা হয়েছে। যে কোন বিল বিধানসভায় পাশ হয়ে গেলে তা,রাজভবনে পাঠিয়ে দেওয়া হয়।তার সঙ্গে সেই বিল কেনো আনা হল,কোন পরিস্থিতিতে আনা হল,এমন কি এই বিল লাগু করতে রাজ্যের কত টাকা অতিরিক্ত খরচ হবে তা খতিয়ে দেখেন রাজ্যপাল।
এই রিপোর্ট এ বিস্তারিত বাবে এই বুষয় গুলি বিলের সঙ্গে রাজভবনে পাঠাতে হয়।এ ক্ষেত্রে রাজভবনের দাবি এই বিস্তারিত রিপোর্ট দেয়,নি রাজ্য সরকার।বিধানসভায় শুভেন্দু অধিকারী ওয়েলে দাবি করেন এই বিল সমর্থন করছেন তাৃরা।
কিন্তু এই বিল কার্যকর করার দায়িত্ত্ব নিতে হবে রাজ্য সরকারকেই।এখন দেখার এই বিল নিয়ে যে জটিলতা,সৃষ্টি হয়েছে তা আদৌ কাটে কিনা।