অবতক খবর :: জলপাইগুড়ি ::     কোভিড এর জন্য অনেকেই অনেক জায়গায় আটকে যায়। তেমনি ধূপগুড়ি ব্লকের বেশ কিছু জায়গায় ছাত্র-ছাত্রী পরাশুনার জন্য রাজস্থানের কোটায় যান। লোকডাউনের জন্য সেখানেই আটকে যায়। সরকার এর সহায়তায় বাড়ি ফিরে আসেন কিছু দিন আগে । তারা এখন সকলে কোয়ারেন্টাইনে আছে।

আজ ধূপগুড়ি গ্রামীন হাসপাতালের পক্ষ্য থেকে মেডিকেল টিম ধূপগুড়ি ব্লকের বানারহাট, বিন্নাগুড়ি, চামুর্চি বেস কিছু জায়গায় লালা রস সংগ্রহ করেন। আরও যানা যায় যে ঝুমুরের কৃষাণমান্ডি কোয়ারেন্টাইন সেণ্টার থেকেও বেশ কিছু লাল রস সংগ্রহ করা হয়।

মেডিকেল টেকনোলজিস্ট রাহুল রায় জানায় , তারা আজ ধূপগুড়ি গ্রামীন হাসপাতাল এর পক্ষ্য থেকে ধূপগুড়ি বেশ কিছু জায়গায় গলা ও নাকের প্রায় ৩০ টি নমুনা সংগ্রহ করে।এই সব নমুনা তারা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ & হাসপাতালে পরিক্ষা করার জন্য পাঠিয়ে দেন।