অবতক খবর,২২ জুলাই,মলয় দে নদীয়া :রাজ্যজুড়ে আলু ব্যবসায়ী সমিতির অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক, আর এরই প্রভাব পড়ল নদীয়ায় শান্তিপুর সহ নদীয়ার বিভিন্ন প্রান্তের যে সমস্ত বাজার গুলি রয়েছে।
প্রতিদিনই সেই বাজার গুলিতে লরি লরি আলু আসতো, কিন্তু হঠাৎই আলু ব্যবসায়ী সমিতির এই হঠাৎ সিদ্ধান্তে এখন মুখ থুবড়ে পড়েছে বাজার গুলি। খুচরো আলু ব্যবসায়ীরা জানাচ্ছেন, এখন থেকে যেভাবে আলু ঢোকা বন্ধ হয়েছে তাতে করে দুই-একদিনের মধ্যে আরও দাম বাড়বে আলুর, আর সমস্যার সম্মুখীন হতে হবে শ্রমজীবী মানুষ থেকে শুরু করে মধ্যবিত্তের।
ছোট বড় আলু ব্যবসায়ীরা সাফ জানিয়েছেন, এই ধর্মঘট অবিলম্বে তুলে নেয়া উচিত, না হলে যেমন বিপদে পড়বে সাধারন মানুষ তেমনি ব্যাপক ব্যবসায় ক্ষতি হবে তাদের। এখন দেখার আলু ব্যবসায়ী সমিতির এই অনির্দিষ্টকালের ধর্মঘট কত দিনের জন্য বহাল থাকে, নাকি সরকারের পক্ষ থেকে নেওয়া হবে কোনো ব্যবস্থা।