অবতক খবর , সুজিত , হুগলি :- রাজ্যের উন্নয়নের খতিয়ান তুলে ধরে রিপোর্ট কার্ড বের করেছে তৃনমূল।অভিষেক বন্দোপাধ্যায় থেকে তৃনমূলের নেতারা বলছেন উন্নয়নের নিরিখে ভোট হলে দশ গোল খাবে বিজেপি।

গত দশ বছরে মমতা বন্দোপাধ্যায় রাজ্যে যে কাজ করেছেন তার তুলনায় গত ছয় বছরে প্রধানমন্ত্রী কিছুই করতে পারেননি।

কার্যত সেই কাজকেও চ্যালেঞ্জ হিসাবে নিয়ে দিদির দশ বনাম মোদির ছয় বছরের কাজের প্রদর্শনীর আয়োজন করল বিজেপি।

শেওড়াফুলি বিজেপি মন্ডলের উদ্যোগে এই চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয় শেওড়াফুলি রেল স্টেশনে রিজার্ভেশান কাউন্টারের সামনের পার্কে।বিজেপির অভিযোগ,দিদি প্রথম পাঁচ বছরেই বলেছিলেন একশ শতাংশ কাজ হয়ে গেছে।তাহলে এখন দুয়ারে দুয়ারে সরকারকে ঘুরতে হচ্ছে কেন?উন্নয়ন হয়েছে বলছেন অথচ দেখা যাচ্ছে প্রকৃত অর্থে কোনো উন্নয়নই হয়নি।নীল সাদা রঙ ছাড়া।সুপার স্পেশালিটি হাসপাতাল করা হয়েছে অথচ তাতে চিকিৎসা নেই।

যুবকদের হাতে কাজ নেই, এদিকে কুড়ি টাকার পাউচে মদ বিক্রি হচ্ছে।যুবকদের চপ ভাজার নিদান দিচ্ছেন নেত্রী।করোনাকালে কেন্দ্রের দেওয়া চাল চুরি থেকে আমফানে দূর্নীতি এসবই গত দশ বছরের কাজ বলে কটাক্ষ বিজেপির।

অন্যদিকে মোদির গত ছয় বছরে সুকন্যা সমৃদ্ধি যোজনা থেকে বেটি বাঁচাও বেটি পড়াও,উজ্বলা গ্যাস থেকে করোনাকালে গরীবদের টাকা,কৃষক সম্মান নিধি এসবই করেছেন দাবী বিজেপি মন্ডল স্নেহাংশু মহন্তর।

তৃনমূলের হুগলি জেলা সভাপতি দিলীপ যাদব বলেন, নোট বন্দী,রাষ্ট্রায়ত্ব সম্পত্তি ব্যাঙ্ক বীমা রেল বিমান সব বেচে দিচ্ছেন এসবই করছেন মোদি।তার ছয় বছরে বড় লোক আরো বড় লোক হয়েছে আর সাধারন মানুষ দূরবস্থা বেড়েছে।আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের জন্য প্রকল্প করেছেন।এটাই তফাৎ।