অবতক খবর , সুজিত , হুগলীঃ– কেন্দ্রীয় কৃষি মন্ত্রীর উদ্যোগে রাজ্যের চাষীদের সুবিধার জন্য চালু হল কৃষান স্পেশাল ট্রেন। কৃষকদের সুবিধার্থে এবার তারকেশ্বর থেকে আসামের ডিমাপুর পর্যন্ত চলবে কৃষান স্পেশাল ট্রেন। কুড়ি বগির ট্রেনটি প্রতি শুক্রবার তারকেশ্বর স্টেশন থেকে ছাড়বে সকাল দশটায়।

আজ সকালে তারকেশ্বর স্টেশন থেকে আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উদ্বোধন করেন ইস্টার্ন রেলওয়ের আধিকারিকরা।
তারকেশ্বর থেকে শ্রীরামপুর ভায়া ব্যান্ডেল হয়ে আজিমগঞ্জ ও মালদহ , নিউ জলপাইগুড়ি হয়ে ডিমাপুর পৌঁছাবে এই ট্রেন।

আলু, পিয়াজ টমেটো সহ বিভিন্ন কৃষিজ ফসল সরাসরি ডিমাপুরে রপ্তানি করতে পারবেন কৃষকরা।ট্রেনের টিকিট ভাড়া ৬০ শতাংশ মুকুব করা হয়েছে বলে জানান রেল আধিকারিক।

কেন্দ্রীয় কৃষি মন্ত্রীর উদ্দ্যোগে এই রাজ্যের চাষীদের আর্থিক উন্নতির লক্ষে এই ট্রেন চলাচলের ব্যবস্থা করেন।