অবতক খবর,৬ অক্টোবর: রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের গ্রেপ্তারির পরোয়ানা জারি হল। বিধান নগর এমএলএ এমপি কোর্টে গ্রেপ্তারি পরোয়ানা জারি হল। ১৬ই নভেম্বরের মধ্যে তাকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। সাম্প্রতিককালে রাজ্য সরকার একাধিক মন্ত্রীকে ইডি, সিবিআই তলব করেছিলেন। এর মাঝেই বর্ষিয়ান তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায়ের গ্রেপ্তারি পরোয়ানা জারি করে নতুনভাবে অস্বস্তিতে ফেলেছে শাসক দলকে। ১৬ই নভেম্বরের মধ্যে তাকে আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।
এ বিষয়ে তিনি জানিয়েছেন,অর্ডার হাতে তিনি পাননি। অর্ডার হাতে পেলেই তিনি হাজিরা দিয়ে জামিনের জন্য আবেদন করবেন। এ বিষয়ে তিনি আরো জানান, এই ঘটনা বামফ্রন্ট আমলের। একজন চালক থানায় তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করে, তাই সেই মামলায় তাঁকে আদালতে হাজিরের নির্দেশ দেয়া হয়েছে।