অবতক খবর,১২ আগস্ট,বাঁকুড়া :- রাজ্যের মহিলাদের সুরক্ষার দাবিতে পুলিশ সুপারের অফিসের সামনে বিক্ষোভ বিজেপি মহিলা মোর্চার। নাটক বলেই কটাক্ষ তৃণমূলের।
রাজ্যে গনতন্ত্র নেই। রাজ্যে ভোট পরবর্তী হিংসা অব্যাহত। দিনের পর দিন এই রাজ্যের মহিলারা অত্যাচারিত হচ্ছেন ধর্ষনের শিকার হচ্ছেন এমন নানান অভিযোগ তুলে সরব হলেন জেলা বিজেপি মহিলা মোর্চার কর্মী সমর্থকরা। রাজ্যের পুলিশ নারীদের সুরক্ষা দিতে ব্যার্থ হচ্ছেন এই অভিযোগ তুলে রাজ্যের নারী সুরক্ষার দাবিতে সারা রাজ্যের পাশাপাশি বাঁকুড়া পুলিশ সুপারের দফতরের সামনে বিক্ষোভে ফেটে পড়লেন বিজেপি মহিলা মোর্চা নেতৃত্ব। বৃহস্পতিবার জেলা মহিলা মোর্চা সভানেত্রী মনিকা দত্ত, শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউরী নেতৃত্বে মহিলা মোর্চার কর্মীরা জেলা পুলিশ সুপারের অফিসের সামনে বিক্ষোভ কর্মসুচী পালন করেন। আন্দোলনকারীরা পুলিশের ব্যারিকেড ঠেলে পুলিশ সুপারের অফিসের ভিতরে ঢোকার চেষ্টাও করেন। পরে মহিলা মোর্চার নেতৃত্বের কয়েক জন সদস্য পুলিশ সুপারের কাছে তাদের নারী সুরক্ষা সহ বিভিন্ন দাবি পেশ করেন। তাদের দাবি না মানা হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দেন আন্দোলনকারীরা।
চেষ্টা করেও ক্ষমতায় আসতে পারেনি তাই এখন এসব নানান অভিযোগ তুলে নাটক করছে বিজেপি দাবি তৃনমূলের। এই রাজ্যে গনতন্ত্র না থাকলে বিজেপি বিক্ষোভ করতে পারতো পালটা দাবিও করেন তৃনমূলের নেত্রী তথা বাঁকুড়া পুরসভার বোর্ডের চেয়ারপার্সন অলকা সেন মজুমদার।