অবতক খবর,১২ নভেম্বর: রাজ্যের স্বাস্থ্য দফতরের নির্দেশে রাজ্যের হাসপাতাল গুলির অগ্নিনির্বাহন পরিকাঠামো খতিয়ে দেখা হচ্ছে।যাতে কোন প্রকার অগ্নি সংযোগ ঘটলে তৎক্ষনাৎ পরিস্থিতির নিয়ন্ত্রনে আসে তার ব্যস্থা রাখতে হবে।সেই মতাবেক শুক্রবার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমা হাসপাতাল ও সুপার স্পেশালিষ্ট হাসপাতালের অগ্নিনির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখা হয়।
এদিন পরিদর্শনে উপস্থিত ছিলেন ইসলামপুর মহকুমা শাসক সপ্তর্ষি নাগ,হাসপাতাল সুপার সুরজ সিনহা,ও ইসলামপুর দমকল আধিকারিক নীলমাধব দাস সহ অন্যান্য আধিকারিক। ইসলামপুরের দুটি হাসপাতালে অগ্নিনির্বাপণের ব্যবস্থা থাকলে কিভাবে কোন প্রকার ঘটনা ঘটলেও কিভাবে কাজ করতে হবে তা যানা নেই।আগামীতে একটি মক ডিলের মাধ্যমে তা প্রশিক্ষন দেওয়া হবে।যাতে হা পাতালে অগ্নিসংযোগ ঘটলে তৎক্ষনাৎ আগুন নিয়ন্ত্রনে আনা যায়।পাশাপাশি হাসপাতালে সমস্ত দিক খতিতেখতিয়ে দেখা হয়।