হক জাফর ইমাম :: মালদহ :: করোনা ভাইরাসের মোকাবিলায় গত কয়েকদিন ধরে সারাদেশের সঙ্গে মালদা জেলাতেও চলছে লকডাউন পরিস্থিতি। ইতিমধ্যে দেশ এবং রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। বেড়েছে মৃত্যুর সংখ্যাও। আর এই পরিস্থিতিতে ঘুম কেড়েছে পুলিশ প্রশাসনের।

শনিবার সকালে মালদা ট্রাফিক ওসি তরুণ সাহার নেতৃত্বে জমায়েত সরানোর অভিযান শুরু হয়। প্রশাসনের নির্দেশ কোনমতেই জমায়েত করা যাবেনা লকডাউন পরিস্থিতিতে। কিন্তু এরপরেও বহু মানুষ রাস্তায় বের হচ্ছেন এবং জমায়েত করছেন। শনিবার সকালে মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল চত্বর এবং ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে বিভিন্ন এলাকায় অভিযান চালান তরুণ বাবু। বিনা কারণে যারা লকডাউন ভেঙে বাড়ির বাইরে বেরিয়েছেন সেই সমস্ত মানুষকে সচেতন করেন তারা। অতিরিক্ত জমায়েত থাকলে কড়া হাতে পরিস্থিতি সামলায় পুলিশ।

সারাদেশ এবং রাজ্যে যেভাবে করোনা সংক্রমণের সংখ্যা বাড়ছে তা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। জেলাবাসীরা চাইছেন করা হাতে এই পরিস্থিতির মোকাবিলা করুক জেলা পুলিশ প্রশাসন। তাহলে করোনা মুক্ত হবে দেশ।