অবতক খবর,১২ নভেম্বরঃ রাজ্যের ডেঙ্গি পরিস্হিতি ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে। পরিস্থিতি তে উদ্বিগ্ন প্রশাসন। উত্তর ২৪ পরগনা তে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা চিন্তায় ফেলেছে জেলা প্রশাসনকে। ব্যারাকপুরের ডেঙ্গু পরিস্থিতি খতিয়ে দেখতে আজ ব্যারাকপুর পৌর সভায় বৈঠক করলেন জেলা শাসক শরৎ কুমার দিবেদি। ইতি মধ্যেই ব্যারাকপুর পৌর এলাকার ৪৭০ জন বাসিন্দা ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। তাই এই পরিস্থিতিতে উদ্বিগ্ন জেলা প্রশাসন।
এই পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণ আনা যায় তার জন্য এক প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হলো ব্যারাকপুর পৌর সভায়। এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক শরৎ কুমার দিবেদি, ব্যারাকপুর মহকুমার মহকুমা শাসক সৌরভ বারিক, ব্যারাকপুর পৌর সভার উপ পৌর প্রধান সুপ্রভাত ঘোষ, ব্যারাকপুর পৌর সভার পৌর পারিষদ সদস্য নৌসাদ আলম সহ ব্যারাকপুর পৌর সভার সমস্ত কাউন্সিলররা ।