নিজস্ব প্রতিনিধিঃ নেপাল থেকে ভারতের মাটিতে পা রেখেছে ২ এই এস জঙ্গি। গোয়েন্দা সূত্র থেকে জানা গিয়েছে, ইতিমধ্যেই ২ জঙ্গি উত্তরপ্রদেশে মাটি ছুঁয়েছে। আর এই কারণে উত্তরপ্রদেশ নেপাল সীমান্ত বরাবর চরম সর্র্তকতা জারি করা হয়েছে। উত্তরপ্রদেশ নেপাল সীমান্তবর্তী বস্তি, গোরক্ষপুর,  সিদ্ধার্থনগর, কুশীনগর, মহারাজগঞ্জ এলাকায় প্ৰশাসণ জারি করেছে  চরম সতর্র্কতা।

বস্তির আইজি আশুতোষ কুমার রাজ্যে ২ জঙ্গি অনুপ্রবেশের খবরের সত্যতা স্বীকার করে নিয়েছে। তিনি জানিয়েছেন ,জঙ্গিরা এখনও রাজ্যেই রয়েছে।

গোয়েন্দা সূত্র থেকে জানা গিয়েছে, এই দুই জঙ্গি খাজা মঈনুদ্দিন এবং আব্দুল সামাদকে শেষবার পশিমবঙ্গের শিলিগুড়িতে দেখা গিয়েছিল। খাজা মঈনুদ্দিনকে ২০১৭ সালে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) গ্রেফতার করেছিল। গোয়েন্দা সূত্র মারফৎ এও জানা গিয়েছে,  ২০১৭ সালে ধরা পড়ার আগে মঈনুদ্দিন দক্ষিণ ভারতে সক্রিয় ছিল। এনআইএ জানিয়েছে, মঈনদ্দিনকে জিঞ্জাসাবাদ করে তদন্তে উঠে এসেছে সিরিয়া থেকে ফিরে আসার পর  দক্ষিণ ভারতে তরুণদের মগজ ধোলাই করছিল মঈনুদ্দিন। একই সঙ্গে পাক জঙ্গি সংগঠন ইন্ডিয়ান মুজাহিদিনের সঙ্গেও যোগাযোগ ছিল মইনুদ্দিনের।  অন্যদিকে ২০১৮ সালে গ্রেফতার করা হয় সামাদকে। গোয়েন্দা সূত্র থেকে জানা গিয়েছে, সামাদ উপসাগরীয় দেশগুলো থেকে প্রায় সার তিন লক্ষ টাকা তুলেছিল। সামাদ পুনে বিস্ফোরণের সঙ্গে জড়িত এমনটাই দাবি করেছে গোয়েন্দা সংস্থা।