অবতক খবর: দুর্নীতির প্রশ্ন ফের সিপিএম তথা বামফ্রন্ট সরকারকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটি বেসরকারি নিউজ চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন, এ রাজ্যে পরোক্ষে বিজেপি-রই সুবিধা করে দিচ্ছে সিপিএম৷ কংগ্রেসের রাজ্য স্তরের নেতাদের বিরুদ্ধেও একই অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
মমতা বন্দ্যোপাধ্যায় কটাক্ষের সুরে বলেন সবচেয়ে বড় চোর সিপিএম। একটা ফাইল পাবেন না। সব পুড়িয়ে দিয়েছে৷ শুধু তাই নয়, নাম না করে সিপিএমের রাজ্য কমিটির সদস্য সুজন চক্রবর্তীকেও আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী। কটাক্ষের সুরে বলেছেন, ,চক্রবর্তীর স্ত্রীও তো চিরকুটে চাকরি পেয়েছিল। আর এখন বড় বড় কথা?’
মুখ্যমন্ত্রী মনে করিয়ে দিয়েছেন, তাঁর সরকারে প্রতিহিংসাপরায়ণ নয় বলেই এ সব নিয়ে তদন্ত হয়নি। নিয়োগ দুর্নীতি প্রশ্নে ফের একবার মুখ্যমন্ত্রী দাবি করেছেন, ভুল ত্রুটি হয়ে থাকলে তা সংশোধন করে নিলেই সমস্যার সমাধান করা যেত। পাশাপাশি সারদা দুর্নীতির দায়ও সিপিএমের ওপরেই চাপিয়েছেন মুখ্যমন্ত্রী৷
বিজেপির পৃষ্ঠপোষকতায় সিপিএমটা বড্ড বার বেড়েছে৷ সংগঠনের দিক থেকে নয়, দৃশ্য দূষণ, শব্দ দূষণে৷ সিপিএম আমলে চোখের সামনে একের পর এক ঘটনা দেখেছি৷’ এরই সঙ্গে বাম আমলে বিভিন্ন রাজনৈতিক হিংসার ঘটনার কথাও মনে করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে এ দিন বিজেপির পাশাপাশি মমতার আক্রমণের নিশানায় ছিলেন বামেরাই।