অবতক খবর,৫ আগস্ট: রাজ্যে প্রাণী স্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে হঠাৎ পরিদর্শনে এলেন দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ।

প্রাণী সম্পদ দপ্তরের পরিকাঠামো উন্নয়নে বিশেষ নজর দিয়েছে রাজ্যসরকার। সেই পরিকাঠামো ও কাজকর্ম দেখতেই পরিদর্শনে এসেছেন বলে জানান মন্ত্রী স্বপন দেবনাথ।

তিনি বলেন, গত দুমাসে ১৮০০-র বেশি প্রাণীর চিকিৎসা হয়েছে এখানে। এখানকার ল্যাবরেটরিটিকে রাজ্যেস্তরের মানে তৈরী করা হয়েছে। এতে সব রকম পরীক্ষা করা সম্ভব হচ্ছে।

এদিন মন্ত্রীর সাথে প্রাণী হাসপাতালে আসেন পূর্ব বর্ধমান জেলাপরিষদের সভাধিপতি শম্পা ধারা, মেন্টর উজ্জ্বল প্রামাণিক সহ অন্যান্যরা।