অবতক খবর :: শিলিগুড়ি :: ৩০ মে ::   সোমবার অর্থাৎ পহেলা জুন থেকে খোলা হবে রাজ্যের সমস্ত মন্দির মসজিদ গির্জা ও গুরুদুয়ারা, ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। নবান্নে সাংবাদিক বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। আজ এ নিয়ে শিলিগুড়ির মন্দিরেও উৎসাহ দেখা গেছে।

শিলিগুড়ির সব মন্দির বন্ধ ছিলো প্রায় দুমাস ধরে। মুখ্যমন্ত্রীর ঘোষনার পরে সব মন্দিরই খুলছে সোমবার থেকে। মন্দিরের এক পূজারী জানালেন খুললেও সমস্ত নিয়ম পালন করেই চলবে মন্দির।পুরো মন্দিরে ৫ জনের বেশী ঢোকা বারন। সে হিসাবে চালানো হবে মন্দিরগুলো। তবে তাদের মন্দিরের দায়িত্ব বেড়ে গেল বলে জানালেন এক পূজারী।