অবতক খবর ,সংবাদদাতা :: রাজ্যে ফের বাড়লো লকডাউন এর মেয়াদ কেন্দ্র সরকার গত 31 মে লকডাউন এর মেয়াদ বাড়িয়ে 30 শে জুন পর্যন্ত লকডাউন থাকার কথা ঘোষণা করেছিল । সেই কেন্দ্রীয় সরকারের ঘোষণার সাথে সামঞ্জস্য রেখেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ সোমবার নবান্নে ঘোষণা করেন যে রাজ্যজুড়ে জুন মাসের শেষ পর্যন্ত লক ডাউনের মেয়াদ বাড়িয়ে দেওয়া হলো।

তবে এই লকডাউন এর মেয়াদ এর মাঝেই মোদি সরকার আনলক phase-1 চালু করেছে ।এই আনলক ফেজ ওয়ানের জন্য বেশ কিছু নিয়ম শিথিল করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান এই নিয়মও মানা হবে ও  বিভিন্ন প্রতিষ্ঠান খোলা থাকবে।

মুখ্যমন্ত্রী আরও বলেন যে করোনা রোগীর সংখ্যা যে হারে বৃদ্ধি হচ্ছে তাতে এখনি জনগণের অবাধ চলাচলের প্রয়োজন নেই তাদের অবাধ চলাচলের উপরে অনেক কিছু নিষেধাজ্ঞা থাকবে। ধীরে ধীরে এই নিষেধাজ্ঞা গুলো শিথিল করে স্বাভাবিক হবে জনজীবন। তিনি একগুচ্ছ বিধী নিষেধাজ্ঞাও ঘোষণা করেন।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, “অফিস যেতে দেরি হলে মহাভারত অষুধ্য হবে না। কিন্তু একটা জীবন চলে গেলে সেটা বড় ক্ষতি।” তাই যাঁরা সাইকেল নিয়ে কর্মস্থলে যাবেন তাঁরা যেন সাবধানে প্যাডেল করেন সেই পরামর্শও দেন মমতা।গত কয়েকদিনে লাফিয়ে বেড়েছে সাইকেল-বাইক কেনার হিড়িক। কলকাতার রাস্তায় গত কয়েক সপ্তাহে সাইকেলের সংখ্যা বেড়েছে। সাধারণ মানুষের কথা মাথায় রেখেই এদিন কলকাতার ছোট এবং মাঝারি রাস্তা গুলিতে এবার সাইকেল চালানোর অনুমতি দিল রাজ্য সরকার।

এদিন নবান্নে মুখ্যমন্ত্রী বলেন, ‘করোনার সংক্রমণ বাড়ছে। পুলিশ, সিআরপিএফ আক্রান্ত হচ্ছেন।’ রাজ্যের সাম্প্র%