অবতক খবর, সংবাদদাতা :: বিশ্বে করোনার মতো উদ্ভুত পরিবেশে রাজ্যের মুখ্যমন্ত্রীর আহ্বানে পশ্চিমবঙ্গ রাজ্য আপতকালীন ত্রান তহবিলে 25000 টাকার চেক তুলে দিল পূর্ব-মেদিনীপুর জেলার বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে 43টি অবর বিদ্যালয় পরিদর্শক কার্যালয়ের(S.I. OFFICE) কর্মচারী তথা এডুকেশান সুপারভাইজারদের পক্ষ থেকে জেলা শাষক ম্যাননীয় পার্থ ঘোষের হাতে।
রাজ্যের আর্থিক সংকটের মধ্যেও অনান্য সরকারী কর্মচারীদের মতো এই এডুকেশান সুপারভাইজাররাও সম্পূর্ন বেতন পাচ্ছেন বলে আপ্লুত ও ধন্যবাদ জানিয়েছেন। টাকা সংগ্রহের দায়িত্বে থাকা এডুকেশান সুপারভাইজার চন্দন বাগ বলেন “করোনা মুক্ত সোনার বাংলা গড়তে এই ত্রান রাজ্যের হাত শক্ত করবে বলে আশাকরি।”
চন্দন বাগ, এডুকেশান সুপারভাইজার, এগরা পশ্চিম চক্র অবর বিদ্যালয় পরিদর্শক কার্য্যালয়, পূর্ব মেদিনীপুর জেলা বিদ্যালয় শিক্ষা দপ্তর।