অবতক খবর,২০ সেপ্টেম্বর,ইসলামপুর: বাইক মিছিল করে প্রতিবাদ ছড়িয়ে দিয়ে বিক্ষোভ সভা করল ডেকোরেটররা। করোনা সংক্রমণের জেরে দীর্ঘ প্রায় দুই বছর ধরে ধুঁকছে রাজ্যের ডেকোরেটর শিল্প। বর্তমানে ওই শিল্পের সঙ্গে যুক্ত লক্ষ-লক্ষ মালিক এবং কর্মীরা চরম সঙ্কটের মধ্যে দিন কাটাচ্ছে। অথচ রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তেমন কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না তাদের জন্য। বিশেষ করে বিভিন্ন উৎসব অনুষ্ঠানে পঞ্চাশ জনের যে করোনা বিধির নির্দেশিকা তা শিথিল না করা পর্যন্ত এই শিল্প মাথা তুলে দাঁড়াতে পারবে না। এর জেরে চরম ক্ষতির সম্মুখীন ওই শিল্পের সঙ্গে যুক্ত লক্ষ লক্ষ মানুষ। সরকারিভাবে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের তরফে বঞ্চনার বিষয়টিকে সামনে রেখে সোমবার একদিনের প্রতিকী ধর্মঘট পালন করলো ডেকোরেটররা।
সংগঠনের রাজ্য নেতৃত্ব দেবাশীষ পাল জানান, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জিএসটি আঠারো শতাংশ থেকে পাঁচ শতাংশে নামিয়ে আনতে হবে এবং অবিলম্বে পঞ্চাশ জনের বিধি শিথিল করতে হবে। জায়গা বেশি থাকলে সেখানে পঞ্চাশ জনের অধিক মানুষদের নিয়ে কর্মসূচির সুযোগ দিতে হবে ।পাশাপাশি অভিযোগ,বিভিন্ন সরকারি অনুষ্ঠানে স্বজনপোষণ চলছে। যারা ট্রেড লাইসেন্স ধারী তাদেরকেই টেন্ডার দেবার কথা বলেছেন তিনি।অবিলম্বে সমস্যার সমাধান না হলে পুজোর পর থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে তারা সামিল হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।