অবতক খবর, ২৪ নভেম্বর,বাঁকুড়া:- সোনামুখীতে রাজ্য বিজেপির সহ-সভাপতি রাজু ব্যানার্জিকে গ্রেপ্তার করল বাঁকুড়া জেলা পুলিশ অন্যদিকে কাঁকরডাঙ্গা মোড়ের কালো পতাকা দেখানো হলো দিলীপ ঘোষকে ।
বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষেদের মিছিল আটকে দিল পুলিশ। বুধবার বিকেলে বাঁকুড়ার সোনামুখী সিনেমাতলাতে এই মিছিলের পথ আটকায় পুলিশ। এই ঘটনার জেরে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধ্বস্তাধ্বস্তি শুরু হয়। ব্যরিকেড ভেঙ্গে ঐ দলের কর্মীরা এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। এই ঘটনার জেরে বিজেপি নেতা রাজু ব্যানার্জী, বিধায়ক দিবাকর ঘরামী, হরকালী প্রতিহার, জেলা সভাপতি সুজিত অগস্থী সহ ১৮ জনকে আটক করে পুলিশ।
প্রসঙ্গত, দিলীপ ঘোষ সোনামুখীতে পৌঁছানোর আগেই প্রায় পুরো শহর পুলিশ ঘিরে ফেলে। অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) গণেশ বিশ্বাস ও বিষ্ণুপুরের এস.ডি.পি.ও কুতুবউদ্দিন শেখ সহ অন্যান্য শীর্ষ পুলিশ আধিকারিকরা উপস্থিত আছেন।
দিলীপ ঘোষ এদিন এপ্রসঙ্গে বলেন, ‘ত্রিপুরায় গিয়ে যারা গণতন্ত্র খুঁজছেন তারা আমাদের গণতান্ত্রিক অধিকার হরণ করছেন। পেট্রল-ডিজেলের দাম কমানোর দাবিতে শান্তিপূর্ণ মিছিল করতে এসেছিলাম। এতো ভয় আমাদের! এই ঘটনায় পুলিশ তাঁদের ‘কয়েকশো কর্মীকে আটক করেছে’ বলেও তিনি দাবি করেন।
অন্যদিকে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ ফিরে যাওয়ার পথে পাত্রসায়র কাঁকর ডাঙ্গা মোড়ে তাঁকে কালো পতাকা দেখান উপস্থিত একদল স্থানীয় যুবক। যদিও দিলীপ ঘোষ নিরাপদেই ঐ রাস্তা দিয়ে বেরিয়ে যান। কোন অপ্রীতিকর ঘটনার খবর নেই।