অবতক খবর,১৬ আগস্ট: রাজ্য সরকারকে সাধারণ মানুষের ঘরের দুয়ারে পৌঁছে দিতে পশ্চিমবঙ্গ সরকার শুরু করেছে “দুয়ারে সরকার”।

গত বছর থেকে শুরু হওয়া এই কর্মসূচি এবছর বৃহৎ কর্মযজ্ঞের রূপ নিয়েছে।আর সেই কর্মযজ্ঞে শামিল হয়ে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট পৌরসভার নালন্দা উচ্চ বিদ্যালয়ে বালুরঘাট পুরসভার সরকার কর্মসূচি শুরু হলো আজ ১৬ই আগস্ট থেকে।

পাশাপাশি আজ বালুরঘাট ব্লক এর পক্ষ থেকেবালুরঘাট ভাটপাড়া এলাকায় চকরাম হাইস্কুলে চলে বালুরঘাট গ্রামীণ এলাকার দুয়ারে সরকার কর্মসূচি।এবছর দুয়ারে সরকার কর্মসূচি অনুষ্ঠানে লক্ষীর ভান্ডার প্রকল্পে মহিলাদের ফর্ম জমা দেওয়ার উৎসাহ উদ্দিপনা চোখে পড়ার মত লক্ষ করা যায়। পাশাপাশি ওই কর্মসূচিতে স্বাস্থ্যসাথী কৃষক বন্ধু সহ ১৩টি প্রকল্পের একসাথে রূপায়নের কাজ চলে বলে জানা গেছে। সাধারণ মানুষের ঘরের দুয়ারে পরিষেবা পৌঁছে দিতে রাজ্য সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেএই কর্মসূচিতে যোগদান কারী মহিলারা।