অবতক খবর , শিলিগুড়ি : রাজ্য সরকারের উদ্যেগে উত্তরবঙ্গে শুরু হবে প্লাজমা থেরাপী এই কথা জানালেন ডা সুশান্ত কুমার রায়। তিনি জানালেন এই থেরাপি হবে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে।
প্রতিদিনই করোনা আক্রান্তদের সংখ্যা বাড়ছে। এই মুহূর্তে রোগীদের প্লাজমা থেরাপির মাধ্যমে চিকিৎসা করা হলে অনেকটাই সুবিধে হবে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর নির্দেশে উত্তরবঙ্গে করোনা আক্রান্ত রোগীদের প্লাজমা থেরাপির মাধ্যমে চিকিৎসার উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানা গিয়েছে।
চিকিৎসক সুশান্ত রায় বলেন, করোনা আক্রান্ত রোগীদের যাদের প্লাজমা থেরাপির প্রয়োজন দ্রুত সেই পরিষেবা চালু হবে। এতে প্রচুর মানুষ উপকৃত হবেন।