অবতক খবর,সংবাদদাতা,মালদা,১৪ জুলাই :: রাজ্য সরকারের উদ্যোগে বৃহস্পতিবার থেকে শুরু হল বন মহোৎসব। সারা রাজ্যের পাশাপাশি এদিন দুপুরে মালদা শহরের নজরুল সরনি এলাকায় জেলা বন দপ্তরের পক্ষ থেকে সবুজ ঝান্ডা উড়িয়ে একটি ট্যাবলোর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন,মালদা ডি এফ ও সিদ্ধার্থ বি, অতিরিক্ত জেলাশাসক বৈভব চৌধুরী, অতিরিক্ত জেলা শাসক মালদা জেলা পরিষদ জামিন ফতেমা জেবা, মালদা জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ্ সিতারা খাতুন সহ অন্যান্য আধিকারিকরা।
দপ্তর সূত্রে জানা গিয়েছে, ২০১১ থেকে ২০২১ সালের মধ্যে গাছ লাগানোর পরিমাণ ১৭.২৭ শতাংশ থেকে বেড়ে ২১.৬১ শতাংশ হয়েছে। অতিরিক্ত জেলাশাসক জানান, এই ট্যাবলো আগামী ৭ দিন ধরে বিভিন্ন ব্লকে ঘুরে ঘুরে সাধারণ মানুষকে গাছ লাগানোর জন্য উৎসাহিত করবে।
পাশাপাশি স্কুল-কলেজের পড়ুয়া সহ বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্র গুলোতে বৃক্ষ রোপণে উৎসাহিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সারা সপ্তাহ জুড়ে নানা কর্মসূচি নেওয়া হয়েছে।
এই ট্যাবলো বিভিন্ন এলাকায় ঘুরে গাছ নিয়ে সাধারণ মানুষকে সচেতন করবে বলে জানা গিয়েছে।