অবতক খবর :: রাণাঘাট :: ২৮জুন :: করোনা আবহেও ডেঙ্গু আতঙ্ক যেন পিছু ছাড়ে না। প্রতিটি বছরই মানুষের কাছে আতঙ্ক হয়ে ফিরে আসে ডেঙ্গু। কোনও বছর মহামারীর আকার নেয়। তবুও মশার উপদ্রব বাড়তেই থাকে, বিশেষত এই বর্ষায়। কারণ ড্রেনে ড্রেনে জমে থাকেই জল। অতি ক্ষুদ্র মশাও এমন প্রাণঘাতী অথচ মানুষের সমীহ নেই। তাই সচেতনতার বার্তা দিতেই এগিয়ে এল নদিয়ার “রাণাঘাট হিউম্যানেটিক ওয়েলফেয়ার সোসাইটি। ”
সংস্থার তরফে আজ হবিবপুর রেলবাজারে এক ডেঙ্গু সচেতনতা শিবির আয়োজন করা হয়। সোসাইটির নিজস্ব তহবিল থেকেই এদিন প্রায় তিন শতাধিক মানুষের হাতে ব্লিচিং পাউডার তুলে দেওয়া হয়। সেই সাথে প্রতিটি মানুষকে অনুরোধ রাখা হয় নির্দিষ্ট স্থানে ব্লিচিং পাউডার ছড়িয়ে দিতে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন দুই জাতীয় যুব স্বেচ্ছাসেবক অভিজিৎ বিশ্বাস ও দেবনারায়ণ বিশ্বাস এবং বর্তমান জাতীয় যুব স্বেচ্ছাসেবক বিশ্বজিৎ খাঁ প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত সংস্থার কর্মকর্তা বিশ্বজিৎ দে জানান, ” আমরা ব্লকের প্রায় প্রতিটি অঞ্চল জুড়ে এই সচেতনতা শিবির আয়োজন করে চলেছি। কারণ ডেঙ্গু এক প্রাণঘাতী রোগ অথচ এই সম্পর্কে মানুষের সচেতনতা একেবারেই কম। “