অবতক খবর,৮ মে: রাতারাতি হলেন কোটিপতি। ঠিক শুনেছেন যেন স্বপ্নের মত। এরকমই ঘটনা ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া বিধানসভার নিয়ামতপুর গ্রাম এলাকায়। নিয়ামতপুর গ্রামের এক যুবক রজত ব্যাপারী নামে মজার ছলে মাই এলিমেন্ট সার্কেল ফ্যান্টাসি আপে টাকা লাগিয়ে বাজি ধরেছিল।
আর সেই ফ্যান্টাসি অ্যাপের 49 টাকার বাজিতে জিতে যায় দেড় কোটি টাকা এবং একটি থার গাড়ি। যুবকের বক্তব্য সে সেরকম এইসব জায়গায় টাকা দিয়ে বাড়ি ধরে না তবে বন্ধুদের দেখাদেখি এদিন টাকা বাজি ধরেছিল। তারপর সে রাতে খেলা এবং মোবাইল না দেখে ঘুমিয়ে যায়। সকালে উঠেই দেখে অবাক যে সে দেড় কোটি টাকা এবং একটি খার গাড়ি জিতে গেছে।
সেই এই টাকা পেয়ে অত্যন্ত খুশি।। রজত বেপারী পেশায় একজন ছোটমোটো ব্যবসায়ী এই বিপুল পরিমাণ টাকা দিয়েছে তার ব্যবসাকে আরো বড় করতে চায়। এই খবর শোনার পরে এলাকায় একটা খুশির মহল তৈরি হয়। পাড়া-প্রতিবেশী আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব থেকে একাধিক লোক ভিড় করে তার বাড়িতে।